ঢাকা উত্তরের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ঢাকা উত্তরের ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 03:36 PM
Updated : 21 Nov 2014, 03:36 PM

ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন। বিকালে ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

ডুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লাহ জানান, বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় ওই অলিম্পিয়াডে ডুয়েট ছাড়াও জাহাঙ্গীরনগর, নর্থ-সাউথ, ঈস্ট ওয়েস্ট, উত্তরা বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, আইইউটি, আইইউবি, আনন্দ মোহন কলেজ, প্রাইম বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়সহ ১৬টি কলেজ/বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রায় ১৪০ শিক্ষার্র্থী অংশ নেন।  

বিকেলে মেধা যাচাইয়ের ভিত্তিতে প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট  প্রদান করা হয়। তারা আগামী ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিতব্য মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।

এরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইমরান ইসলাম, উত্তরা ইউনিভার্সিটির মো. তারিকুল ইসলাম, জাহাঙ্গীরনগরের মেহনাজ-ই-ফেরদৌস, ডুয়েটের মো. কৌশিক ইসলাম, নর্থসাউথের অনিকা তাসনিম, ডুয়েটের মো. মেহেদী হাসান শাহীন, নর্থসাউথের সাইফ আহমেদ,  জাহাঙ্গীরনগরের খন্দকার মো. ইউশা বিন-হাফিজ, আনন্দমোহন কলেজের বাঁধন চন্দ্র সরকার এবং আইইউবিএটির সৈয়দ মোহম্মদ ইকবাল।

ঢাকা (উত্তর), ঢাকা (দক্ষিণ), রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট এ ছয়টি অঞ্চল থেকে এভাবে ১০ জন করে বাছাই হওয়া ৬০ জন শিক্ষার্থী জাতীয় গণিত অলিম্পিয়াডের মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।

গত ১৪ নভেম্বর খুলনা অঞ্চল, ১৫ নভেম্বর রাজশাহী অঞ্চল, ২১ নভেম্বর ডুয়েটে ঢাকা উত্তর অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম অঞ্চল, ২৯ নভেম্বর ঢাকা দক্ষিণ অঞ্চল এবং সিলেট অঞ্চলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ডুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক মনিবুর রহমান, সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সদস্য অধ্যাপক খোদা দাদ খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেলাহ, অধ্যাপক রেজাউল করিম, ডুয়েটের অধ্যাপক আবু নঈম শেখ, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রমুখ।