কক্সবাজার থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

কক্সবাজার শহরের এক পরিবহন শ্রমিককে সাজা দেওয়ার প্রতিবাদ শুক্রবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 02:38 PM
Updated : 21 Nov 2014, 02:38 PM
বৃহস্পতিবার কয়েকটি পরিবহনের টিকেট কাউন্টার ম্যানজারকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পর থেকে তারা টিকেট বিক্রি বন্ধ করে দেন।

সৌদিয়া পরিবহনের পরিচালক নিরূপম পাল জানান, বৃহস্পতিবার দুপুরে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌদিয়া পরিবহনের টিকেট কাউন্টার ম্যানেজার রুহুল আমিন ও শাহ আমিন পরিবহনের কাউন্টার ম্যানেজার আলা উদ্দিনকে পাঁচ দিন করে, শ্যামলীমা পরিবহনের ম্যানেজার আলী আহসনকে ছয় দিনের এবং শ্যামলীমার চালক মোহাম্মদ রাসেলকে ৩ মাসের সাজা দেন।

এর প্রতিবাদে ওইদিন বিকাল ৫টা থেকে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, একটি অন্যায্য দাবি নিয়ে এ ধর্মঘট। কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে জিম্মি করার প্রচেষ্টা।

সরকারের পক্ষে তার কাছে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত পাওয়ার পর পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলাপ করা হবে।