শহীদ অহিদুরের স্মৃতি সংরক্ষণের দাবি

নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 02:11 PM
Updated : 21 Nov 2014, 02:11 PM

এ উপলক্ষে শুক্রবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে শহীদ অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদ।

অদুদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএল) অবিভক্ত নোয়াখালী সদর থানা অধিনায়ক।

১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর এদেশীয় দোসরদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

অদুদ স্মৃতি সংসদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রণাঙ্গণে শহীদ অহিদুর রহমানের সহযোদ্ধা আবুল কাশেম জিএস, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কবি এনাম আহসান, শিক্ষাবিদ মোদাসেরুল হক, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সাংবাদিক মনিরুজ্জাসন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, পরিমল চন্দ্র দাস পল্টু, সলিম উল্লাহ প্রমুখ।

বক্তারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে অহিদুর রহমানের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

আগামী ১৬ ডিসেম্বরের আগে এই বীরের নাম স্মৃতি ফলকে স্থাপন, বামনী কলেজকে অদুদের নামে নামকরণ ও তার নামে সরকারিভাবে একটি গ্রন্থাগার করার দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে অহিদুর রহমানের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করা হয়।