বাংলাদেশি হত্যায় অভিযুক্ত মালয়েশীয় ২ কর্মকর্তা

মালয়েশিয়ার পার্লিস রাজ্যে এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ইমিগ্রেশন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 01:57 PM
Updated : 21 Nov 2014, 01:57 PM

ওই দুই কর্মকর্তা হলেন- মোহাম্মদ আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন ও জহিরুল এফেন্দি জুলকাফলি। দুজনেরই বয়স ৩২।

শুক্রবার দেশটির সরকারি গণমাধ্যম সংস্থা বারনামার এক প্রতিবেদনে এই সংবাদ প্রকাশিত হয়েছে।

ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ, গত ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশি আবু বকর সিদ্দিককে (৪৫) পার্লিসের রাজধানী কানগারের কমপ্লেক্স কেডিএনে ইমিগ্রেশন প্রাঙ্গণের লেভেল-২ এর ভাঁড়ারঘরে আটকে রেখে হত্যা করেন তারা।

দণ্ডবিধির ৩০২ ধারা ও ৩৪ ধারা অনুযায়ী, এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের অবশ্যই মৃত্যুদণ্ড হবে।

নির্বাহী বিচারক নিক মোহাম্মদ তারমিজি নিক মোহাম্মদ সুক্রি অভিযোগ শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন রেখেছেন।

আদলতে রাষ্ট্রপক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর বাদিউজ্জামান আহমদ এবং দুই আসামির পক্ষে রহমতুল্লাহ বাহারুদ্দিন শুনানি করেন।