সাগরে ‘২২ ভারতীয় জেলে আটক’

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ শিকারের অভিযোগে দুটি ট্রলারসহ ২২ জন ভারতীয় জেলেকে আটক করার খবর পাওয়া গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 01:53 PM
Updated : 21 Nov 2014, 01:53 PM

বাংলাদেশ নৌবাহিনীর মংলাস্থ নৌ-ঘাঁটির এক কর্মকর্তা (লে. কমান্ডার) এ তথ্য জানালেও নাম প্রকাশ করতে রাজি নন তিনি।

তিনি জানান, শুক্রবার মংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় তাদের আটক করা হয়েছে।

শনিবার দিনের কোনো এক সময় আটকদের বাগেরহাটের মংলা থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।  

ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৬টার দিকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস মেঘনা ভারতীয় এফবি বাসন্তি-১ ও বাসন্তি-২ নামে দুটি ট্রলারসহ ২২ ভারতীয় জেলেকে আটক করে।

তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

তাদের সাগরের ফেয়ারওয়ে বয়া থেকে বাগেরহাটের মংলায় নিয়ে আসা হচ্ছে বলে তিনি জানান।

এর আগে (১৮ অক্টোবর থেকে কয়েকদফায়) বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মোট ১০৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

এই ১০৪ জন বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছেন।