মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল

বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 06:23 AM
Updated : 21 Nov 2014, 06:23 AM
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কারাগারের জেলার মো. আমজাদ হোসেন ডন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলালের জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ২৫ অক্টোবর সকালে লালমাটিয়ায় নিজ বাসায় বৈঠক করার সময় ৬৩ নেতাকর্মীসহ যুবদল সভাপতি আলালকে গ্রেপ্তার করে পুলিশ।

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা পরদিনের হরতালে নাশকতা সৃষ্টির জন্য ওই বৈঠকে পরিকল্পনা চলছিল বলে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

এরপর গত ১৭ নভেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ আলালের জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেও চেম্বার বিচারপতি হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখে।