চট্টগ্রামে কাগজ কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্প নগরী এলাকায় আগুনে পুড়ে গেছে মণ্ড ও কাগজ তৈরির একটি কারখানা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 06:07 AM
Updated : 21 Nov 2014, 08:34 AM
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভূইয়া জানান, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ‘মীর পাল্প অ্যান্ড পেপার মিল’ নামে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ ও ‍কালুরঘাট ফায়ার সার্ভিসের চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা তৌফিকুল।

তিনি আরও জানান, আগুনে কারখানায় কাগজের মণ্ড তৈরির আনুষঙ্গিক যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

"বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কারখানার আধাপাকা একটি গুদামে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।"

মো. আবদুস সালাম নামে এক ব্যক্তি মীর পাল্প অ্যান্ড পেপার মিলের মালিক।