পরিবেশ বিষয়ক দুটি কমিটিতে বাংলাদেশ সহসভাপতি

জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত কমিটির সম্মেলনে দুইটি গুরুত্বপূর্ণ বৈঠকের সহ-সভাপতিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।   

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 07:51 PM
Updated : 20 Nov 2014, 07:51 PM

বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে পরিবেশ কমিটির ওই বৈঠকের আগে ভোটাভুটিতে বাংলাদেশ এই দায়িত্ব পায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনে বাংলাদেশ দশম ভিয়েনা কনভেনশনের কমিটি অফ দ্য পার্টিস (সিওপি) এবং ২৬তম পার্টিস অফ মনট্রিল প্রটোকল (এমওপি) বৈঠকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পায়।

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব প্যারিসে পরিবেশ কমিটির ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। 

বলিভিয়ার সেজার মনতেরো সুয়ারেস সিওপি’র সভাপতি এবং গুয়েতেমালার রদ্রিগো সিলেস লরা এমওপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন।

ওজন স্তর থেকে কার্বন দূষণের মাত্রা কমিয়ে আনার ব্যাপারে সিওপি এবং এমওপি কাজ করে যাচ্ছে।

প্রতি তিন বছরে একবার সিওপি’র বৈঠক বসে, যাতে ভিয়েনা কনভেনশনের প্রটোকলের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো নানা ধরনের সিদ্ধান্তে সম্মতি দেয়।

আর প্রতিবছর নভেম্বর মাসের দিকে এমওপি কমিটির বৈঠক বসে, যাতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আলোচনা হয় এবং দেশগুলো সেসব সিদ্ধান্তে নিজেদের সমর্থন জানায়।