উড়লেন দেশের প্রথম সামরিক নারী বৈমানিক

বাংলাদেশ বিমান বাহিনীর তামান্না-ই-লুৎফি দেশের প্রথম সামরিক নারী বৈমানিক হিসেবে আকাশে উড়েছেন। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 06:07 PM
Updated : 20 Nov 2014, 06:07 PM

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ওইদিনই বেল-২০৬ মডেলের একটি হেলিকপ্টার একা সফলভাবে আকাশে ওড়ানোর মাধ্যমে এই মাইলফলক স্থাপন করেন তামান্না-ই-লুৎফী।

এতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ নং স্কোয়াড্রনে প্রথমবারের মত হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করেন দুইজন নারী বৈমানিক- নাইমা হক এবং পাইলট অফিসার তামান্না-ই-লুৎফি।

বেল-২০৬ হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য নির্বাচিত হয়েছেন তারা। এই দুই নারী কর্মকর্তা এখন ওই স্কোয়াড্রনের অধীনে উড্ডয়ন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত আছেন।

প্রশিক্ষণের প্রথম ধাপ সফলতার সঙ্গে শেষ করে বৃহস্পতিবার হেলিকপ্টার উড্ডয়েনর সুযোগ করে নেন লুৎফি।   

আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, “তাদের (দুই নারী বৈমানিকের) সাফল্য বাংলাদেশ বিমান বাহিনী তথা সমগ্র দেশ ও জাতির জন্য এক নতুন উৎসাহ ও উদ্দীপনার দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এর আগে বাংলাদেশের বেশ কয়েকজন নারী বৈমানিক বেসামরিক বিমান চালানোর অনুমতি পেয়েছেন।

১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম নারী বৈমানিক হিসেবে বিমান চালানোর অনুমতি পান সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।

১৯৮৪ সালে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ থাকায় শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে একটি ফকার বিমান অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট কানিজসহ ওই বিমানের ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু।