তিন বিভাগে ভিসা প্রক্রিয়া সহজ করছে ভারত

বাংলাদেশের তিনটি বিভাগ থেকে ১০ ক্যাটাগরিতে ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য ভিসা দেয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে ভারতীয় হাই কমিশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 04:00 PM
Updated : 20 Nov 2014, 04:00 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ২৫ নভেম্বর থেকে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের ভিসা  আবেদনকারীরা এই সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক আবেদনকারীকে অনলাইনে https://www.indianvisaonline.gov.in -এ ঠিকানায় ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনে কোন ক্যাটাগরিতে আবেদন করা হচ্ছে তা স্পষ্ট উল্লেখ করতে হবে।

আবেদনকারী আবেদন ফরমটি পূরণ শেষে এটির প্রিন্ট কপি নিয়ে তার বিভাগের ভিসা আবেদন কেন্দ্রে যাবেন।

এক্ষেত্রে অনলাইনে আবেদনের চার দিনের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র ও ভিসা ফিসহ ফরমটি ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে জমা দিতে হবে।

ব্যবসায়ী, চিকিৎসা, রোগীর স্বজন, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, সম্মেলনে অংশগ্রহণকারী, চাকরি নিয়ে যেতে আগ্রহী ও ট্রানজিট ক্যাটাগরিতে আবেদনকারীরা এ সুবিধা পাবেন।

এছাড়া ভারতে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শিল্পী, খেলোয়াড়, ভারতীয় নাগরিকের স্বামী-স্ত্রী, ব্যবসায়ীদের স্বামী-স্ত্রী, প্রযুক্তিখাতের প্রশিক্ষনার্থী, ভারতীয় পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্য ও বিদেশি নাগরিকরাও এ সুবিধা পাবেন।

এসব ক্যাটাগরির আবেদনকারীদের অনলাইনে আলাদা করে সাক্ষাতের তারিখ নেয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এধরনের আবেদনকারীরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ফরম জমা দিবেন।

আবেদন ফরমটি জমা দিলে আবেদনকারীকে একটি রসিদ দেয়া হবে। ওই রসিদে ভিসা প্রসেসিং শেষে ভিসা প্রদানের তারিখ উল্লেখ করা থাকবে।

রসিদে উল্লেখ থাকা নির্ধারিত দিনে বিকাল ‍৪টা থেকে ৫টার মধ্যে আবেদনকারীদের ভিসা প্রসেসিং শেষে পাসপোর্ট ফেরত দেয়া হবে।

তবে ভারতে ‘টুরিস্ট’ ভিসায় যেতে আগ্রহীদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না। তাদের প্রচলিত পদ্ধতিতে অনলাইনে আবেদন করে সাক্ষাতের সময়সূচি নিতে হবে।

নির্ধারিত দিনে ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে সাক্ষাৎকারও দিতে হবে তাদের।