ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে আগুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুনে তিনটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোথাও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 03:26 PM
Updated : 20 Nov 2014, 04:01 PM

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিরার রাত ৮টার দিকে ৯০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন ধরে। পৌনে ৯টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কেন্দ্রের নিজস্ব অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

কেন্দ্রের ইউনিট-২ এর ম্যানেজার আব্দুল জলিল জানান, এ কেন্দ্রে ছয়টি ইউনিট আছে, যার মধ্যে তিনটির ব্যাটারির কন্ট্রোল প্যানেল পুড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। মেরামত শেষে কাজ শুরু করতে দুইদিন লাগবে।

তবে, সরবরাহ কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।