চট্টগ্রাম- সিলেটেও পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের ভিসা

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে বলে দেশটির দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 02:51 PM
Updated : 20 Nov 2014, 02:51 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দূতাবাসের ভাইস কনসাল ক্যামেরন মিলার্ড বলেন, এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিসা আবেদনের পর সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে।

“সফল সাক্ষাৎকারের পর ভিসাযুক্ত পাসপোর্ট ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সংগ্রহ করা যাবে।”

নতুন নিয়মে বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকের ছয়টি শাখার যে কোনোটিতে ভিসা ফি পরিশোধ করার সুযোগ থাকছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব রোডের আইয়ূব ট্রেড সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত সাইমন সেন্টার থেকে ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে।   

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন প্রক্রিয়ায় ভিসার জন্য http://www.ustraveldocs.com/bd এ আবেদন করতে হবে।

পাশাপাশি support-bangladesh@ustraveldocs.com  এ ইমেইল করে যে কেউ ভিসাসংক্রান্ত তথ্য জানতে পারবেন।

ক্যামেরন মিলার্ড বলেন, ভিসাপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে একটি কল সেন্টার খোলা হয়েছে, যেখান থেকে বাংলা ও ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

কল সেন্টারে যোগাযোগের নম্বর +৮৮ ০৯৬১০২০২০৪০।

পাশাপাশি স্কাইপের মাধ্যমে যোগাযোগ ও চ্যাট করার সুযোগ থাকছে।  কল সেন্টারের স্কাইপ অ্যাকাউন্ট ustraveldocs-bangladesh ।

নন-ইমিগ্র্যান্টদের তিন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে জানিয়ে মিলার্ড বলেন, “কোনো কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণকারীদের বি১, ভ্রমণেচ্ছুদের বি২ ও শিক্ষার্থীদের এফ১ ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে।”

গত একবছরে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ৩০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতি বছর ১৩ হাজারের মতো ইমিগ্র্যান্ট ভিসাও প্রদান করা হয় বলে মিলার্ড জানিয়েছেন।