আসামি গ্রেপ্তারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুরে আওয়ামী লীগ নেতা ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের  কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 02:41 PM
Updated : 20 Nov 2014, 02:41 PM

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর নেতৃত্বে অন্তত পাঁচ হাজার নারী পুরুষ এ কর্মসূচি পালন করে।

এ সময় মেয়র ঝন্টু  বলেন, ১০ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রংপুর অচল করে দেওয়া হবে।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এজাহারভূক্ত আসামিরা পলাতক থাকায় তাদের ধরতে বিলম্ব হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ছিল এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ হত্যাকাণ্ডেরে পরদিন পুলিশ সুপাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনিদের দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও শুনেছি।”

গত ১১ নভেম্বর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পরদিন নিহতের ছোটভাই বিপ্লব মিয়া বাদী হয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলমসহ ১১ জনের নামে কোতায়ালি থানায় হত্যা মামলা করেন।