চবিতে হলের আসন বরাদ্দে শিবিরকর্মীদের আলাদা সাক্ষাৎকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান ছাত্রাবাসের আসন বরাদ্দ দিতে ইসলামী ছাত্রশিবির কর্মীদের জন্য আলাদা সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

চবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 02:33 PM
Updated : 20 Nov 2014, 02:33 PM

বৃহস্পতিবার বেলা ২টা থেকে ওই হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হয়।

ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মী এ সময় সাক্ষাৎকার দেন।

এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১০৭ নম্বর কক্ষে ছাত্রাবাসে আসন বরাদ্দ পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রতি বছর ছাত্রাবাসের খালি হওয়া আসন বরাদ্দে আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

এ বিষয়ে এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মনিরুল ‍হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়াম অনুসারেই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাদের আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়া যায়।”

ছাত্র শিবিরের  এ এফ রহমান ছাত্রাবাস শাখার সভাপতি মো. জয়নালের অনুরোধে আলাদাভাবে ১২ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

শিবির নেতা জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের সবাই শিবির কর্মী নয়। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিরাপত্তাহীন। তাই আলাদাভাবে সাক্ষাৎকার নিতে প্রভোস্টকে অনুরোধ করেছিলাম।”