তুষারঝড়: নিউ ইয়র্কে বাংলাদেশিরা নিরাপদ

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা ভাল আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 12:10 PM
Updated : 20 Nov 2014, 12:10 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, তুষারঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত বাফেলো শহর থেকে মাত্র পাঁচ মাইল দূরে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করলেও তাদের কেউ হতাহত হননি।

তবে তুষারের কারণে রাস্তাঘাট খুবই পিচ্ছিল হয়ে আছে এবং বাসাবাড়ির পানির লাইনও ঠাণ্ডায় জমে গেছে।

“যে কোনো প্রয়োজনে স্থানীয় নগর কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের সহায়তা দিচ্ছে”,

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই তুষারঝড়ে নিউ ইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গাড়িতে আটকা পড়েছেন।

ঝড়ের কারণে বাফেলো এলাকা ৫ ফুট তুষারের নিচে চাপা পড়েছে, সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাফেলোতে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশির বসবাস বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।