লালমনিরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

লালমনিরহাটে একটি হত্যা মামলায় ছয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 12:08 PM
Updated : 20 Nov 2014, 12:08 PM

বৃহস্পতিবার লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ছয়আনি পিত্তিফাটা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামা, বাহার উদ্দিনের ছেলে রহম আলী ও জমের আলী, শেখ সিন্দুনা গ্রামের বাহার উদ্দিনের ছেলে রফিক, মোকছেদ আলীর ছেলে ফজর আলী এবং শুকর আলীর ছেলে মোতালেব।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস এবং দুজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম আব্দুল খালেক সরকার জানান, ২০০৫ সালের ২২ ডিসেম্বর সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ছয়আনি পিত্তিফাটা গ্রামের মতিয়ার রহমান, তার দুই ছেলে রাশেদুল ও আবু হোসেন জমিতে ভুট্টা চাষ করতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে তাদের উপর হামলা করে।

ওই সময় আসামিরা মতিয়ার ও তার দুই ছেলেকে লাঠি সোটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় রাশেদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে ২৫ ডিসেম্বর ১০ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।