সিরাজগঞ্জে ডাকাতি, আহত ১

সিরাজগঞ্জের তাড়াশের একটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ডাকাত। এ সময় তাদের মারধরে ওই বাড়ির পাঁচ সদস্য আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 10:34 AM
Updated : 20 Nov 2014, 10:34 AM

তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার গভীর রাতে উপজেলার নওগাঁ গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। 

আহতরা হলেন- নওগাঁ জিন্দানী কলেজের অফিস সহকারী জহুরুল ইসলাম, তার চাচা হাজী নিজাম উদ্দিন, চাচী রূপালী খাতুন, চাচাত ভাই রাজু ও রাকিব।

জহুরুলকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, "খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি মামলা করা হবে।"

আহত জহুরুলের বড় ভাই চলনবিল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পরিচালক খায়রুজ্জামান মুন্না বলেন, ১৫/২০ জনের একদল ডাকাত মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র, রড ও চাপাতি নিয়ে বাড়িতে ঢোকে। অস্ত্রের মুখে তারা চাচা নিজাম উদ্দিনসহ বাড়ির চারজনের হাত-পা বেঁধে ফেলে।

"এরপর ডাকাতরা চাচার চিকিৎসা ব্যয়ের জন্য ঘরের আলমারিতে রাখা চার লাখ টাকা ও ৬/৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় ছোট ভাই জহুরুল তাদের বাধা দেবার চেষ্টা করলে ডাকাতরা তাকে রড দিয়ে বেধড়ক পেটায়।"

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায় বলে জানান তিনি।