লালপুরে আ. লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুর উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 05:06 AM
Updated : 20 Nov 2014, 06:16 AM
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে সুন্দরগাড়া গ্রামে ধান ক্ষেতের মধ্যে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহত আশরাফ আলী (৩৬) উপজেলার বিলশলিয়া গ্রামেরবাসিন্দা। এলাকায় ‘আশরাফ ডাকাত’ নামে পরিচিত ছিলেন তিনি।

আশরাফের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা থাকার বিষয়টি জানিয়ে ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। জায়গা জমি নিয়ে প্রতিবেশী আবু বক্কর ও সিদ্দিকদের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা মোবাইলে ফোনে আশরাফকে ডেকে নিয়ে যায়। সকালে তার লাশ পাওয়া যায় ধানক্ষেতে।

ওসি জানান, আশরাফের দুই হাত-পা ভাঙা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলীও জানিয়েছেন, আশরাফ তাদের কর্মী ছিলেন।