পুলিশের বার্ষিক শ্যূটিংয়ে র‌্যাব চ্যাম্পিয়ন

পুলিশের বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে র‌্যাপডি অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আর এ প্রতিযোগিতায় রানারআপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এবিপিএন)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 04:17 PM
Updated : 19 Nov 2014, 06:13 PM

বুধবার সেনা শ্যূটিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাতে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান শ্রেষ্ঠ শ্যূটার নির্বাচিত হন বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জয়ী দলের হাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাভেদ পাটোয়ারি ট্রফি তুলে দেন। এই প্রতিযোগিতায় র‌্যাব, এপিবিএন, বিভিন্ন রেঞ্জ, মহানগর, এসবি, সিআইডিসহ ১০ টি ইউনিট অংশ নেন।

যে তিনটি শ্রেণিতে প্রতিযোগিতা হয় সেগুলো হলো- ১০ মিটার এয়ার রাইফেল, ২৫ মিটার পয়েন্ট টুটু বোর পিস্তল এবং ৫০ মিটার পয়েন্ট টুটু রাইফেল।  

এতে ৩০০ পয়েন্টের মধ্যে ২২৬ পয়েন্ট র‌্যাবের চ্যাম্পিয়ন দল। ১০ পয়েন্ট কম পেয়ে এপিবিএন হয় রানার আপ।