৪ অতিরিক্ত ও ৬ যুগ্মসচিব পদে রদবদল

জনপ্রশাসনে ৪ অতিরিক্ত সচিব ও ৬ যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই দপ্তরের মহাপরিচালকও রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 04:11 PM
Updated : 19 Nov 2014, 04:11 PM
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন সরকার।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. জহির উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. ওয়াহিদ হোসেনকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিএসআইআর) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহফুজার রহমান সরকারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহফুজুল হককে বাংলাদেশ কাউন্সিল ফর সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর সদস্য, রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের (রস্ক) প্রকল্প পরিচালক মো. শওকত আকবরকে আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

ওএসডি যুগ্মসচিব মো. মিজানুর রহমানকে রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প (রস্ক)-এর প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্মসচিব জিয়াউল হাসানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক কাজী মোহাম্মদ শফিউল আলমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক কে বি এম ওমর ফারুক চৌধুরীকে ওএসডি করা হয়েছে।