চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 03:49 PM
Updated : 19 Nov 2014, 03:49 PM
বুধবার সকালে এক অভিযানে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় ইমাম বাটন লিমিটেড ও জিন্স এক্সপ্রেস নামের দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) আলমগীর হোসেন।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় ইমাম বাটনকে নয় লাখ ৯৮ হাজার ৪০০ টাকা এবং ইটিপি অকার্যকর হওয়ায় জিন্স এক্সপ্রেসকে ২২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আটটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলেও জানান শহীদুল আলম।