শিক্ষকদের মানববন্ধনে রাজশাহীবাসী

অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে হত্যার দ্রুত বিচারের দাবি তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যলয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক রাজশাহী থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 03:27 PM
Updated : 19 Nov 2014, 03:27 PM

নগরীর জিরো পয়েন্টে বুধবার বিকালে এক মানববন্ধন থেকে এই দাবি তোলেন তারা। এই কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।

শনিবার বিকালে বাসায় ফেরার পথে ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শফিউলকে, যিনি ছিলেন একজন লালনভক্ত।

পরদিন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার ১১ জনকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমারে পাণ্ডে বলেন, “আমরা বিচারহীনতার পরিসমাপ্তি দেখতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান সহকর্মী শফিউল হত্যার দ্রুত বিচার চেয়ে বলেন, “গত ১০ বছরে তিনজন শিক্ষক খুন হয়েছেন। আমরা সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

জামায়াত-শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হত্যাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত অভিযোগ করেন জাসদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ শিবলী।

তিনি শফিউল হত্যার সুষ্ঠূ বিচার চেয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ওয়ারদাতুল আকমামও তার সহকর্মী হত্যার দ্রুত বিচার দাবি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম মজুমদারসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।

অধ্যাপক শফিউল খুনের বিচার না হওয়া পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষক তাদের বক্তব্যে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বললেও নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেনি শিক্ষক সমিতি।

শফিউল হত্যার প্রতিবাদে রবি, সোম ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষায় অংশ নেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আর সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষক সমিতি খুনিদের গ্রেপ্তারে সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে, তার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রয়েছে তাদের।