মুন্সীগঞ্জে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 01:37 PM
Updated : 19 Nov 2014, 01:37 PM
বুধবার শহরের গণকপাড়া মিলন ক্লাব এলাকায় ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ কনস্টেবল জিয়াউর রহমানকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, গোলাগুলির এক পর্যায়ে পুলিশ কানা সুমন ও জুয়েলকে গ্রেপ্তার করলে অন্যরা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।    

এ ঘটনায় সুমনের ভাড়া বাড়ি থেকে সুমন (২৭), জুয়েল (২৬) ও শাহীনকে (৪২) গ্রেপ্তার করা হয়। ওই সময় সেখান থেকে ৯ রাউন্ড গুলি, এক কেজি গাঁজা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।  

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ থানায় একাধিক মামলা রয়েছে।

তাদের কাছ থেকে গুলি উদ্ধার করতে পারলেও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা খেলনা পিস্তলটি দিয়ে তারা মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করত বলে জানান এএসপি মোহাম্মদ ইমদাদ।