চট্টগ্রামে সাত হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে চট্টগ্রামে  সাতটি হোটেল ও রেস্তোরাঁকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 12:41 PM
Updated : 19 Nov 2014, 12:41 PM
বুধবার নগরীর আগ্রাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টার ফুড কর্নারের ফুড হেভেন, ফ্যান্টাসি, এএফসি, মিট ফাস্ট ফুড ও মজা নামে পাঁচটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স না থাকায় প্রতিটি রেস্তোরাঁকে আরও পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই দুই অভিযোগে আগ্রাবাদ বাদমতলী এলাকার হাজী বিরিয়ানি ও আরেকটি হোটেলকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট তামিম।