সেই মনিরকে জার্মানির স্মরণ

হরতালের আগুনে প্রাণ হারানো গাজীপুরের কিশোর মনির হোসেনের স্মরণে তার স্কুলে একটি শ্রেণিকক্ষ নির্মাণ করে দিয়েছে জার্মান দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 12:23 PM
Updated : 19 Nov 2014, 12:27 PM

কভার্ডভ্যান চালক বাবার সঙ্গে ঢাকা দেখে ফেরার পথে গত বছর ৪ নভেম্বর গাজীপুর চৌরাস্তায় গাড়িতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় ১৪ বছরের মনির। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিন দিন চিকিৎসার পর মৃত্যু হয় তার।

জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরের স্মরণে তার স্কুল কালিয়াকৈরের গণক চালা প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করে সেখানে নতুন চেয়ার-টেবিল দেওয়া হয়েছে।

বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় দুইশ; আর শেণিকক্ষ রয়েছে চারটি। নতুন শ্রেণিকক্ষের নামকরণ করা হয়েছে মনিরের নামে।

এর বাইরে বিদ্যালয়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করতেও সহযোগিতা করেছে জার্মান দূতাবাস। সেখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্মান দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভেইহের বিদ্যালয়টি সফর করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, ফুটবল খেলেন তাদের সঙ্গে।

শেণিকক্ষ উদ্বোধনের সময় তিনি বলেন, “অনাবশ্যক সহিংসতায় মনিরের অকাল মৃত্যু ভুলে যাওয়ার নয়।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।