জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ: জাবেদ আলী

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 11:38 AM
Updated : 19 Nov 2014, 11:38 AM
বুধবার কুমিল্লায় তিনি বলেন, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ হলেও ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত বয়স্ক স্থায়ী নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

যারা ইতোমধ্যে কোনো কারণে ভোটার হতে পারেননি, তারা জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে ভোটার তালিকা রিভাইজিং করার আপত্তি জানিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার তালিকা একটি জাতীয় আমানত, তাই এই তালিকা সুষ্ঠু ও নির্ভুলভাবে করার উপর গুরুত্বারোপ করেন এই নির্বাচন কমিশনার।

খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারো আপত্তি থাকলে তা নির্বাচন অফিসে জানিয়ে সংশোধন করা যাবে বলেও তিনি জানান।

দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ এর পর্যলোচনা সভায় কমিশনার মো. জাবেদ আলী প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কুমিল্লার ১৬ উপজেলায় আগের ভোটার ছিলেন ৩৩ লাখ ৫৮ হাজার ১৫৫ জন। এবার নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১২৫ জন।