র‌্যাবের ৫১ জনের তালিকায় যারা

ভারতে পালিয়ে থাকা বাংলাদেশি অপরাধীদের যে ৫১ জনের তালিকা র‌্যাব এনআইএকে দিয়েছে, তার মধ্যে জঙ্গিদের পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীও রয়েছে।

গোলাম মুজতবা ধ্রুববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 07:59 PM
Updated : 18 Nov 2014, 07:59 PM

বর্ধমানে বোমা বিস্ফোরণের সূত্র ধরে তদন্তে ঢাকায় আসা ভারতের জাতীয় তদন্ত সংস্থার প্রতিনিধি দলটিকে মঙ্গলবার পালিয়ে থাকা বাংলাদেশিদের তালিকা হস্তান্তর করে র‌্যাব।

অন্যদিকে এনআইএ-ও ১১ জন অপরাধীর একটি তালিকা র‌্যাবকে দিয়েছে, যারা বাংলাদেশে পালিয়ে আছেন বলে তাদের ধারণা।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব সদর দপ্তরে ভারতের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই তালিকা বিনিময় হয়।

“র‌্যাবের পক্ষ থেকে ১০ জঙ্গিসহ ৫১ জনের একটি তালিকা এনআইএর প্রতিনিধি দলের হাতে দেওয়া হয়েছে।”

র‌্যাবের দেওয়া এই তালিকা ঘেঁটে দেখা যায়, এই ৫১ জনের মধ্যে ১০ জন পলাতক জঙ্গি নেতা। বাকিরা হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি, যাদের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।

কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ভারতে থেকে এদেশে চাঁদাবাজি, হত্যার নির্দেশসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও দাবি করেছেন র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ।

তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে সুব্রত বাইন শুভ্র, শাহাদৎ হোসেন, আমিনুল ইসলাম মুকুল, খন্দকার তানভির ইসলাম জয়, জিসান, প্রকাশ কুমার, বিকাশ কুমার, শামীম আহমেদ ওরফে আগা শামীম, নবীন হোসেন, গৌতম চন্দ্র শীল, মোল্লা মাসুদের নাম রয়েছে।

নওগাঁর রানীনগর থানার এক সময়ের বাসিন্দা গৌতমের ১৫টি হত্যা মামলার আসামি, মিরপুরের বিকাশের বিরুদ্ধে রয়েছে ৯টি হত্যা মামলা। মিরপুরের শাহ আলীর শাহাদাত, নয়াটোলার জিসান, মোহাম্মদপুরের নবীন ৮টি করে হত্যা মামলার আসামি, মুকুলের বিরুদ্ধে হত্যামামলা রয়েছে চারটি, একই সংখ্যক মামলার আসামি শুভ্রও।

এদের ছাড়াও র‌্যাবের তালিকায় নাম রয়েছে শাহীন ওরফে রুমি, নরোত্তম সাহা ওরফে আশিক ওরফে রবিন ওরফে অশিষ, শাহিন শিকদার, আনোয়ার হোসেন ওরফে আনু, কালু, আনিসুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন, অমল কৃষ্ণ, তৌফিকুল আলম খান ওরফে তৌফিক আলম ওরফে পিয়াল খান, মামুনুর রশিদ মামুন, সুনীল কান্তি দে,  চপল, মোস্তাফিজুর রহমান ওরফে মুকুল, বাবু ওরফে মিরপুর বাবুর।

এই তালিকায় আরো রয়েছেন মিন্টু, আতাউর রহমান ওরফে আতা, হারিছ আহম্মেদ, হালিম, জাফর আহম্মেদ ওরফে মানিক, কালা চাঁন, মিনহাজ উদ্দিন ওরফে দুখু, এনামুল হক এনা, সিদ্দিক, তৈয়ব, মোর্শেদ খান, নুরুল আলম প্রকাশ ওরফে এতিম আলম, রাজিব দত্ত প্রকাশ রিংকু, সাজ্জাদ খান, শহিদুল ইসলাম ওরফে সব্বা, ইব্রাহিম খলিল, ছামাদ মোল্লা ওরফে ছামাদ মেম্বার।

এনআইএকে দেওয়া র‌্যাবের তালিকায় থাকা জঙ্গিদের মধ্যে রয়েছেন জেএমবির বর্তমান আমির সোহেল মাহফুজ, ত্রিশালে পুলিশ হত্যা করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পলাতক জেএমবি সদস্য সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান, আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত, আবু সাঈদ শেখ হোসাইন।

এছাড়াও রয়েছেন হরকাতুল জিহাদ নেতা শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মুফতি আবদুল হাই, মাওলানা তাজউদ্দিন।