জাতীয় প্রেসক্লাবের ভোট ২৭ ডিসেম্বর

আগামী ২৭ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ঠিক করে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 06:49 PM
Updated : 18 Nov 2014, 06:49 PM

মঙ্গলবার রাতে ব্যবস্থাপনা কমিটির সভায় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তসফিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।

নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে বলেও প্রেসক্লাবের নেতারা জানিয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর।

এরপর ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  

তার আগের দিন ২৬ ডিসেম্বর সকাল ১০টায় প্রেসক্লাবের মিলনায়তনে সাধারণ সভা হবে।

ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে সন্ধ্যায় ব্যবস্থাপনা কমিটির এই বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘ সময় পর বর্তমান ব্যবস্থাপনা কমিটি গত ১৫ নভেম্বর ১৭১ জনকে জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্যপদ দেয়।

নির্বাচন পরিচালনার জন্য আবু জাফর মো. ইকবালকে চেয়ারম্যান করে ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, মো. মোস্তফা-ই-জামিল, মির্জা তারেকুল কাদের, এফ এম মোকাম্মেল হক, আবদুল মান্নান, গৌতম অরিন্দম বড়ুয়া ও মো. মনিরুজ্জামান।