প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাজউদ্দীন মেডিকেল কলেজের

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 06:01 PM
Updated : 18 Nov 2014, 06:01 PM

মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করে।

বিকালে আলোচনা সভা হয়, যাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল অংশ নেন।

এই মেডিকেল কলেজটিকে গাজীপুরবাসীর জন্য প্রধানমন্ত্রী একটি ‘অনন্য উপহার’ বলে কলেজের আসন বাড়াতে সরকার প্রধানের কাছে অনুরোধ করেন তিনি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি  ওয়াজ ইদ্দিন মিয়া প্রমুখ। 

২০১৩ সালের ১৮ নভেম্বর গাজীপুর  মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এর নাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে করা হয়।

বর্তমানে মেডিকেল কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে ১০০ জন শিক্ষার্থী রয়েছে।