নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন: ৮ জন রিমান্ডে

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ছোট ভাইকে হত্যার ঘটনায় আটক আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 02:14 PM
Updated : 18 Nov 2014, 02:14 PM
মঙ্গলবার নওগাঁর বিচারিক হাকিম আব্দুল মালেক এ আদেশ দেন।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান, ঘটনার দিন আটক আট জনকে নওগাঁ ১নং আমলী আদালতে হাজির করে প্রত্যেককে সাতদিন করে হেফাজতে (রিমান্ড) নেওয়ার নেওয়ার আবেদন করা হয়। পরে বিচারক তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আটকরা হলেন চকপ্রাচী গ্রামের আব্দুর রহমান, এরশাদ হোসেন, আফতাব আলী, মুক্তার হোসেন,  রিপন, মোতালেব হোসেন, মহাতাব হোসেন ও লোকমান হোসেন।

রোববার রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুর রহমান এবং তার ছোট ভাই ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহীন হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন।

এ ঘটনায় সোমবার দুপুরে তাদের বড় ভাই শহিদুল ইসলাম  অজ্ঞাত পরিচয় ২৩ জনকে আসামি করে  থানায় একটি মামলা করেন। ওই দিন পুলিশ আট জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠায়।