শাবি ভর্তি পরীক্ষায় পাশ ১৮ শতাংশ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চলতি শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় পাশ করেছে ১৮ দশমিক ০২ শতাংশ পরীক্ষার্থী।

শাহজালাল বিশ্ববিদ্যালয়বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 01:57 PM
Updated : 18 Nov 2014, 01:57 PM

মঙ্গলবার ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সাইফুল ইসলাম  এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে  রয়েছে এ ইউনিটে  ১২ দশমিক ৪৫ শতাংশ এবং বি  ইউনিটে ২৪ দশমিক ৫০ শতাংশ পরীক্ষার্থী।

দুটি ইউনিটে ১৪শ আসনের বিপরীতে ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল ৭৪ দশমিক ৫ শতাংশ পরীক্ষার্থী।

এ  ইউনিটে উপস্থিত ছিল ৮৪ দশমিক ০৪ শতাংশ এবং বি ইউনিটে ৬৭ দশমিক ৪৭ শতাংশ।   

গত শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরদিন ফলাফল প্রকাশিত হয়। আগামী ২৫ নভেম্বর থেকে  ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.sust.edu/admission  ভিজিট করে জানা যাবে।