নেত্রকোণায় জুয়াড়িদের হামলায় ৭ পুলিশ আহত

নেত্রকোনা সদর উপজেলায় জুয়াড়িদের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2014, 01:29 PM
Updated : 8 Nov 2014, 01:29 PM

শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার বড়কাঠুরি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত এসআই আব্দুল আওয়াল সরকার, এএসআই মো. ওবায়দুল্লা হক, কনস্টেবল আইয়ুব আলী, নূর মোহাম্মদ, আহসান হাবীব, জিয়ায়ুর রহমান ও কামাল হোসেনকে নেত্রকোণা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ষাঁড়ের লড়াই নিয়ে জুয়ার কারবারের গোপন সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার সময় বড়কাঠুরি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি চালায়। এসয় আয়োজকরা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে।

এসময় জুয়াড়িরা পুলিশ সদস্যসের মারধর করে দুই জোড়া হ্যান্ডকাফ, দুটি মোবাইল ফোন, একটি টর্চলাইট ও আটককৃত একটি ষাঁড় ছিনিয়ে নেয়। পরে  পিটারজান গ্রাম থেকে শফিক নামে একজনকে আটক করেছে পুলিশ।

এঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ মোট ২২৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।