বিশ্বমানের ‍ওষুধ হচ্ছে বাংলাদেশে: মজীনা

বাংলাদেশের ওষুধ শিল্পের ভূয়সী প্রশংসা করে এদেশ থেকে ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মনোযোগ কাড়তে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2014, 12:10 PM
Updated : 4 Nov 2014, 12:10 PM

মঙ্গলবার  গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশ অচিরেই দক্ষিণ এশিয়ার ‘অর্থনৈতিক বাঘে’ পরিণত হচ্ছে  এবং এতে ওষুধ শিল্প একটি বড় ভূমিকা রাখবে।

“বাংলাদেশে এখন আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। দেশে- বিদেশে এই ওষুধ সমাদৃত হচ্ছে, যা উৎসাহব্যঞ্জক।”

বাংলাদেশ থেকে ওষুধ নিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন তিনি।

কারখানায় পৌঁছালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে  কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন মজীনা।

এসময় অন্যদের মধ্যে বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা মো. রাব্বুর রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

</div>  </p>