নরসিংদীর মেয়র লোকমান হত্যার বিচার দাবি

নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেন হত্যার বিচার দাবি করেছেন তার স্বজনরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 12:13 PM
Updated : 1 Nov 2014, 02:13 PM

শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে লোকমানের ছেলে শাহাম হোসেন কার্জন বলেন, “তিন বছর হয়ে গেলেও বাবা হত্যার বিচার পাইনি। আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

“তারা বিভিন্ন মোবাইল ফোন থেকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত আসামিদের শাস্তি চাই।”

২০১১ সালের ১ নভেম্বর নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।

লোকমানের প্রথম স্ত্রী তাজমহল বেগম তাজরিন খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “আমরা লোকমান হত্যাকারীদের ফাঁসি চাই। দুঃখজনক হলেও সত্যি, তিন বছর পার হতে চললেও এ ঘটনায় জড়িত কারো শাস্তি হয়নি।”

হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লোকমানের স্বজন মো. সোলায়মান খান ও সালেহ মৃধা উপস্থিত ছিলেন।