ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইকারী অভিযোগে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। তবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিক্ষোভ মিছিল করেছে স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 09:31 AM
Updated : 1 Nov 2014, 09:31 AM

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিছাল পাঠান (২৩)।

রিছালের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানান এএসপি তাপস।

পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, শুক্রবার সন্ধ্যায় হকার্স মার্কেট এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ওই মার্কেটের ব্যবসায়ীরা রিছালকে ধরে পিটুনি দেয়। অবস্থা আশংকাজনক হলে রিছালকে তারা সদর হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

“সন্ধ্যায় ওই যুবককে মারধর করে হাসপাতালে ভর্তির পর রাতে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করেছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশ তুলে দেয়া হয়,”  বলেন এএসপি তাপস।

নিহত রিছালের বাড়ি শহরের কান্দিপাড়া মহল্লায়।

তার দাদা কাছন মিয়ার দাবি রিছালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের বিচাররের দাবিতে শনিবার বেলা পৌনে ১২টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে রিছালের আত্মীয় স্বজনরা।

এ ঘটনায় কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।