আটক ২ যুবককে ফেরত দিল বিএসএফ

অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 03:43 AM
Updated : 1 Nov 2014, 03:43 AM

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন জানান, শুক্রবার গভীর রাতে দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার লিটন চন্দ্র (২৬) ও খুলনা রায়পাড়ার বাসিন্দা নিহার রঞ্জন (২৮)।

ওই দিন রাতেই অবৈধ পথে সীমান্ত পার হওয়ার সময় এ দুই জনকে বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল সীমান্ত থেকে আটক করেছিল ভারতের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের টহলদল।

বিজিবি ক্যাম্প কমান্ডার আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই বিএসএফ আটকের বিষয়টি বিজিবিকে জানালে, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফকে অনুরোধ করা হয়।

এর আগে গত বুধবারও সীমান্তের ওপারে জয়ন্তীপুর বাজার থেকে পূজা (২০) ও সঙ্গীতা (১৮) নামে দুইজনকে আটক করেছিল বিএসএফ। পরে তাদের ফেরত দেওয়া হয়।