অননুমোদিত ওষুধ উৎপাদন: কারখানা বন্ধ

অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে দিনাজপুরে মালিককে জরিমানা করে একটি কারখানা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 04:05 PM
Updated : 31 Oct 2014, 04:05 PM

শুক্রবার সন্ধ্যায় শহরের গণেশতলায় অবস্থিত 'দি শেফা আয়ুর্বেদিক ঔষধালয়' নামের কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

আদালত রায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করে এবং কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ  দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির ১৩ প্রকারের ওষুধ তৈরির অনুমোদন থাকলেও তা ২০০৭ সালের পর আর নবায়ন হয়নি। এছাড়া আরও ৪৫ প্রকার ওষুধ কোনো  ধরনের অনুমোদন ছাড়াই তৈরি ও বিক্রি করে আসছে।

জরিমানার টাকা পরিশোধের পর প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন ও মাহফুজুর রহমানকে ছেড়ে দেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।