পদ্মা সেতু: ৬৬টি পিলারের পয়েন্ট নির্ধারণ

পদ্মা সেতুর ২৬৬টি পিলারের মধ্যে ৬৬টির স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার শুরু হবে মাটি পরীক্ষার কাজ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 12:26 PM
Updated : 31 Oct 2014, 12:26 PM

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার মাটির পরীক্ষার কাজ শুরু করার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। শনিবার মাটি পরীক্ষার কাজ শুরু হবে।

সেতুর মোট ২৬৬টি পিলারের মধ্যে মাওয়া প্রান্তের ৬৬টির পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

তবে এরমধ্যে পাঁচটি পিলারের স্থানে দোকানঘর থাকায় এখানে মাটি পরীক্ষার কাজে সমস্যার সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত এসব জমির মালিককে পিলারের স্থল হলে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। দুই একদিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেয়া হবে।

তখন আর পিলারের জন্য মাটি পরীক্ষার কাজে কোন প্রকার অন্তরায় থাকবে না।

মাটি পরীক্ষা ও পিলারের স্থান নির্ধারণের কাজ একইসঙ্গে চলবে বলে জানান তিনি।

আব্দুল কাদের আরও জানান, চীনে পদ্মা সেতুর পাইল নির্মাণের কাজ চলছে। ৯০ মিটার করে ১০টি পাইল নির্মিত হচ্ছে চীনের নানটোং-এর স্টিল কাটার ফেব্রিকেট ওয়ার্কশপে। এগুলো টেস্টিং পাইল হিসেবে নির্মাণ করা হচ্ছে। পাইলগুলো সঠিক ধারণ ক্ষমতা নিতে পারে কি না এগুলো পিলারস্থলে পাইলিং করে বসিয়ে পরীক্ষার পর প্রয়োজনীয় চাহিদা মত আরো পাইল নির্মাণ করা হবে। খুব শিগগিরই এসব পাইল দেশে নিয়ে আসা হবে।