সীতাকুণ্ডে মাইক্রোবাসসহ ভারতীয় শাড়ি জব্দ, আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি মাইক্রোবাসসহ ২১৬টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় আটক করা হয়েছে মাইক্রোবাস চালকসহ তিনজনকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 10:05 AM
Updated : 31 Oct 2014, 10:05 AM
তাৎক্ষণিকভাবে আটক তিনজনের নাম পরিচয় জানায়নি পুলিশ।

শুক্রবার ভোরে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় বন্দর বাইপাস গোলচক্কর থেকে তাদের আটক করা হয় বলে জানান ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ট্রাফিক উপ-পরিদর্শক (টিএসআই) সালেহ আহম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভোরে বারৈয়ারহাটের দিক থেকে মাইক্রোবাস আসার সময় সেটিকে থামার সংকেত দেয় বিজিবির টহল দল। কিন্তু চালক মাইক্রোবাস না থামালে বিজিবির টহল দল সেটিকে ধাওয়া করে বন্দর বাইপাস গোলচক্কর এলাকায় আটক করে।"

"গাড়িতে ২১৬টি ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।”

গাড়িতে চালকসহ তিন জন ছিলেন। বিজিবি সদস্যরা তাদের আটক করে জব্দ মালামালসহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে।