‘মন্ত্রী জামাই পাইলাম, আমাদের গ্রামের জামাই’

এলাহীকাণ্ড না হলেও বিশাল আয়োজন। রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের আয়োজন বলে কথা! আয়োজন চলছে কয়েকদিন ধরে।

শামীম আহমেদকুমিল্লা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 07:43 AM
Updated : 31 Oct 2014, 07:43 AM

কনের বাড়ি চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের দুই কিলোমিটার দূর থেকেই রাস্তার ওপর বানানো হয়েছে বরের জন্য বিয়ের চারটি তোরণ।

বসন্তপুর গ্রামের মুখেই সোনালী কাপড় দিয়ে সাজানো তোরণে দেখা গেল মন্ত্রীর ছবি। পাশে লেখা ‘বিবাহিত জীবন মধুর ও সফল হোক’।

নতুন বরকে স্বাগত জানাতে গ্রামবাসীও প্রস্তুত। রাস্তার দুই পাশে সকাল থেকেই শতশত উৎসুক গ্রামবাসীর ভিড়। সবাই এসেছেন যার যার মতো করে সেজেগুজে।

পঞ্চাশোর্ধ এক ব্যক্তি বললেন, “মন্ত্রী জামাই পাইলাম, আমাদের গ্রামের জামাই।” 

কনে হনুফা আক্তার রিক্তার বড়ভাই আলাউদ্দিন মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের সব প্রস্তুতি শেষ।

ফাইল ছবি

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বর মুজিবুল হক সাত শ’র বেশি বরযাত্রী নিয়ে শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে মিনিস্টারস অ্যাপার্টমেন্ট থেকে কনের বাড়ির পথে রওনা হন। কনের বাড়িতে বরযাত্রীদের আপ্যায়নের জন্য রয়েছেন ৮০ জন স্বেচ্ছাসেবক। সবাই কন্যার নিকট আত্মীয়।

রিক্তার ভাতিজা শোয়েব আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরপক্ষ ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনায় জুমা নামাজ পড়ে অনুষ্ঠানস্থলে আসবেন। দুপুর ২টার পর অনুষ্ঠান।”

বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১৫ শ’ অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শোয়েব।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দুপুরের খাবারের তালিকায় রয়েছে খাসির কাচ্চি, মুরগীর রোস্ট, কোমল পানীয়, মিষ্টান্ন, জর্দা এবং বোরহানী। রান্নার আয়োজনও শেষ।

রান্নার কাজ তদারক করছেন এলাকার নামকরা বাবুর্চি কুমিল্লা ক্লাবের মিল্টন রোজারিও।

কনের দূর সম্পর্কের নানা আব্দুর জব্বার মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গ্রামের জামাই হচ্ছেন একজন মন্ত্রী, এটি আমাদের সৌভাগ্য।”