মন্ত্রীর বিয়ের কাবিন ৫ লাখ ১ টাকা

পাঁচ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে করছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শামীম আহমেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 07:12 AM
Updated : 31 Oct 2014, 07:12 AM

শুক্রবার সকালে দেনমোহরের টাকার পরিমাণ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন কনে হনুফা আক্তার রিক্তার ভাতিজা শোয়েব আক্তার।

তবে দেনমোহরে কি পরিমাণ অর্থ উসুল দেখানো হবে তা জানা যায়নি।

দুপুরে জুমার নামাজের পর রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত হওয়ার পরপর শুরু হবে বিয়ের আয়োজন। মাওলানা হেদায়েত উল্লাহ বিয়ের অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করবেন বলে জানান শোয়েব।

কনে হনুফা আক্তার রিক্তার বড়ভাই আলাউদ্দিন মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু বর আসার অপেক্ষা।”

বর মুজিবুল হক ঢাকা থেকে ৭০০ এর বেশি বরযাত্রী নিয়ে শুক্রবার সকাল ১১টায় রওনা হয়েছেন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রয়েছে ৮০ জন স্বেচ্ছাসেবক। তারা সবাই কন্যার নিকট আত্মীয়।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কনে হনুফা আক্তার রিক্তার ভাতিজা শোয়েব আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরপক্ষ ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনায় জুমা নামাজ পড়ে অনুষ্ঠানস্থলে আসবেন।

শোয়েব জানান, বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১৫শ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।