সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু

সিরাজগঞ্জে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 07:04 AM
Updated : 31 Oct 2014, 07:04 AM

নিহত ফারুক হোসেন (২৫) রায়গঞ্জ উপজেলার মোজাফফরপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

হাটিকুমরুল মহাসড়ক থানার এসআই আশরাফ আলী জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের সলঙ্গা থানাধীন রয়হাট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আশরাফ জানান, ঢাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি রয়হাট্টি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

একই সময়ে ভুইয়াগাঁতি থেকে সিরাজগঞ্জমুখী ইট বোঝাই আরও একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের চালক ফারুক নিহত হয়।

ঘটনার পর মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলোকে সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে এসআই আশরাফ জানান।

</div>  </p>