তিন লাশ ফেরত দিল ভারত

ভারতের ত্রিপুরা রাজ্যে পিটুনিতে নিহত হওয়ার তিন দিন পর তিন বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 03:28 PM
Updated : 30 Oct 2014, 03:28 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাকোট সীমান্ত দিয়ে এ তিন মরদেহ হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারেক জানান, বাংলাদেশের পক্ষে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের উপস্থিতিতে চুনারুঘাট থানার পুলিশ লাশ গ্রহণ করে।

ভারতের বিএসএফ-১০ ব্যাটালিয়নের পক্ষে ত্রিপুরা পুলিশ লাশগুলো হস্তান্তর করে।

গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্তের ওপারে ভারতের খোয়াই জেলার বাসাইবাড়ী গ্রামে স্থানীয়রা করম আলী, সুজন মিয়া ও আক্কল মিয়া নামে তিন বাংলাদেশিকে হত্যা করে।

এ ঘটনায় বুধবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।