জেএসসি পরীক্ষার্থীর বিয়ে, অতঃপর শ্বশুরবাড়ি

আর তিনদিন পর মেয়েটির জেএসসি পরীক্ষা। কিন্তু তাকে যেতে হলো শ্বশুরবাড়ি। এখন তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 12:33 PM
Updated : 30 Oct 2014, 12:33 PM

বুধবার ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরও এই জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকানো যায়নি।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বিয়েটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন।

এরপর তিনি তাৎক্ষণিকভাবে নামিশেপাড়া গ্রামে ওই বাড়িতে গিয়ে মেয়েটির (১৩) বিয়ে বন্ধ করতে বলেন।

তখন মেয়ের বাবা বিয়ে বন্ধের আশ্বাস দিলে চেয়ারম্যান চলে আসেন। কিন্তু চেয়ারম্যান তাদের বাড়ি থেকে চলে আসার পরই বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের শাহজাহানের ছেলে খোকনের (১৭) সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে যায়।

বিয়ের পর বুধবার রাতেই আনুষ্ঠানিকভাবে মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন বিয়েটি বন্ধ হয়েছে। তাই তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি।

তবে, যারা বিয়ে পড়িয়েছেন তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে ইউএনও জানান।