জামালপুরে দুদলের সংঘর্ষে আহত  ২০

জামালপুর সদরে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 11:29 AM
Updated : 30 Oct 2014, 11:29 AM

বৃহস্পতিবার দুপুরে তিতপল্লা গ্রামের শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সুরুজ আলী (৬২),  আব্দুস সালামকে (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং  আমেনা বেগম (৪৫),  হালিমা বেগম (৭০),  হাসমত আলী (২৮),  শফিক মোল্লা  (৩৬),  রিয়াদ (১৭),  বিপ্লব (১৬),  নেহাজ আলী (৫০),  ফারুক (৩৭),  খোকন (৩২) ও মনোয়ারকে (৩৮) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুহাম্মদ মহব্বত কবীর জানান, তিতপল্লা গ্রামের আব্দুল হাকিম মোল্লার সঙ্গে  বিয়ারা পলাশতলা গ্রামের নেহাজ আলীর এক একর ২৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার ওই জমিতে আব্দুল হাকিম মোল্লার লোকজন ধান কাটতে গেলে নেহাজ আলীর লোকজন বাধা দেন। এতে মহিলাসহ দুই পক্ষের  অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।