বাঘাইছড়ির জঙ্গলে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 10:55 AM
Updated : 30 Oct 2014, 10:55 AM

রুপকারী ইউনিয়নের নালকাবা এলাকায় সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি এসএমসি, দুইটি দেশে তৈরি পিস্তল, একটি এয়ার গান, ৫শ রাউন্ড এয়ার গানের গুলি, ৫ রাউন্ড এসআরের গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি এবং বেশকিছু পরিমাণ গান পাউডার।

বাঘাইছড়ি ৩৯ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি পেট্রোল দল সোমবার গভীর রাতে পশ্চিম দিকের নালকাবা এলাকায় অভিযান চালায়।

ওই এলাকার একটি বেইলি সেতুর নীচে জঙ্গল থেকে বস্তাভরা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।