যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ

পাবনা সদরে যৌতুক নিয়ে কলহের জেরে এক গৃহবধূকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 10:45 AM
Updated : 30 Oct 2014, 10:45 AM

বৃহস্পতিবার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রাম থেকে গুলিবিদ্ধ ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

নিহত রোমানা খাতুন (২০) পশ্চিম পাড়া গ্রামের আকাত হোসেনের স্ত্রী এবং দোগাছি ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের রফিকুলের মেয়ে। স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি।

এ ঘটনায় নিহতের শ্বশুর আব্দুল লতিফ ও শাশুড়ি আকলিমা খাতুনকে আটক করা হয়েছে বলে জানান ওসি হানিফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এক বছর আগে আকাত হোসেনের সঙ্গে রোমানার বিয়ে হয়।

"বিয়ের পর থেকেই আকাত স্ত্রীর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিলেন। এরই জেরে বুধবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর পালিয়ে যান তিনি।"

আতাইকুলায় লাশ উদ্ধার

সদর উপজেলার আতাইকুলা থানায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম জানান, উদ্ধার ব্যক্তির পরিচয় জানা যায়নি।

তিনি জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে দুপুরে আতাইকুলা থানাধীন বাঐকোলা গ্রামের গারুলিয়া বিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্যে লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।