শিবগঞ্জে ১২শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এক হাজার দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 10:38 AM
Updated : 30 Oct 2014, 10:38 AM

বুধবার বিকালে শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়। একই রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ওই থানার পরিদর্শক (তদন্ত) যুবায়ের হোসেন।

 শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, বুধবার বিকালে শিবগঞ্জ বাজারে মিছিল শেষে জামায়াত-শিবির কর্মীরা আইনশৃংখলা বাহিনীর উপর হামলা চালায়।

এ সময় তারা বেশকিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

ওই ঘটনায় আইনশৃংখলা বাহিনীর উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দান, বিস্ফোরক দ্রব্য আইনসহ কয়েকটি ধারায় শিবগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা নায়েবে আমির কেরামত আলীসহ  ৩০ জনের নামে ও অজ্ঞাত পরিচয় ১২০০ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়।