গোপালগঞ্জে ৩ পাখি শিকারির কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিথি পাখি ধরার দায়ে তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 08:55 AM
Updated : 30 Oct 2014, 08:55 AM
বুধবার রাতে টুঙ্গিপাড়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রহমান তাদের এ সাজা দেন বলে টুঙ্গিপাড়া থানার এসআই ইকরাম আহম্মেদ জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার জেয়ারিয়া গ্রামের হরি সরকারের ছেলে তপন সরকার (৩২), তারইল গ্রামের বাবুরাম বৈরাগীর ছেলে অতুল বৈরাগী (৩২) ও মিত্রডাঙ্গা গ্রামের ভঞ্জন বালার ছেলে বিদ্যুৎ বালা (২৮)।

এসআই ইকরাম বলেন, "৪৯টি অতিথি পাখিসহ ওই তিন শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।"

বুধবার রাতেই উদ্ধার করা অতিথি পাখিগুলো গোপালপুর বিলে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।