পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে খুন

রাজশাহীর দুর্গাপুরে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 08:47 AM
Updated : 30 Oct 2014, 08:47 AM

দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, বুধবার রাত দেড়টার দিকে ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহম্মেদ (২০) ওই গ্রামের আব্দুল করিমের একমাত্র ছেলে। কানপাড়া ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

রাজুর চাচা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত দেড়টার দিকে পুলিশ পরিচয়ে ৬/৭ জন লোক রাজুকে নাম ধরে ডাকে। রাজু দরজা খুলে পিস্তল তাক করা দেখেই ঘরে ঢোকার চেষ্টা করে। এসময় পিছন থেকে তাকে একটি গুলি করে তারা পালিয়ে যায়।

“গুলিটি রাজুর পিঠের নিচের দিকে ডান পাশে লাগে। দ্রুত তাকে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ কর্মকর্তা পরিমল বলেন, হামলাকারীদের দুজনকে রাজুর পরিবারের সদস্যরা চিনতে পেরেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ ঘটনায় রাজুদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।